মামুন মাহমুদকে মশিউর রনির অভিনন্দন
লাইভ নারায়ণগঞ্জ: মামুন মাহমুদের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি। মামুন মাহমুদসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।
এর আগে একই দিন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। ৫ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক মামুন মাহমুদ। এর ধারাবাহিকতায় ১ম যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব ও শরীফ আহমেদ টুটুল। সদস্য পদে আছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।