রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
জেলাজুড়েধর্মরাজনীতিসদর

মামুনুল হকের কারামুক্তিতে হেফাজত ইসলামের দোয়া

লাইভ নারায়াণগঞ্জ: হেফাজত ইসলাম নারায়াণগঞ্জ মহানগর শাখা আগামী ৫ মে, হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে-জাতীয় সেমিনার এর প্রস্তুতি সভার আয়োজন করেছে। এর পাশাপাশি মাওলানা মুহাম্মদ মামুনুল হক এর কারামুক্তি উপলক্ষ্যে শুকরিয়া ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শনিবার(৪ মে) বাদ আসর শহরের চাষাঢ়ায় ওলামা পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এসময় মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, মামলা-হামলা, রক্তচক্ষু দিয়ে-মামুনুল হককে, যেমন দাবায় রাখতে পারেন নাই। আমরা মামুনুল হকের কর্মী, সাইখুল হাদিসের সন্তান। আমরা নারায়ণগঞ্জে বুক ফুলিয়ে বাঁচতে চাই, বুক ফুলিয়ে লড়াই করতে চাই। কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না।

আলোচনা সভায় মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন ফারুকী, সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহ, মহানগর সহ সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়মী, মাওলানা জামিল হাসান জামিল সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ।

আলোচনা পর্ব শেষে, দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সকলের মাঝে তওবারক বিতরণ করা হয়।

RSS
Follow by Email