শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজনীতিসদর

মামলার আসামী হয়েও অবরোধের ২য় দিনে রাজপথে সাখাওয়াত-টিপু

লাইভ নারায়ণগঞ্জ: সম্প্রতি পর পর তিনটি মামলা হওয়ার পরেও, রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

বিএনপির ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) অবরোধ সফল করার জন্য নগরীতে মিছিল করেছে মহানগর বিএনপি।

আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিকেল ৩টায় নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে মন্ডলপাড়া পুল পর্যন্ত এই মিছিল পালন করে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধানসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। যারা সরকার বিরোধী নানান স্লোগান দিয়ে প্রকম্পিত করেন রাজপথ।

RSS
Follow by Email