রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
Led02রাজনীতি

মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: “শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেননি। মানুষ এখন অধীর আগ্রহে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে।”—এই কথাগুলো বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি আসন্ন নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রবিবার (২১ সেপ্টেম্বর) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণামূলক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, “যত ষড়যন্ত্রই করা হোক না কেন, মানুষ সচেতন আছে এবং আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করে নির্বাচন অনুষ্ঠিত করবো।”

তিনি তার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলেন, তিনি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলেন এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির জয় দেখতে চান। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ধানের শীষে ভোট চাইবেন। প্রার্থী কে তা দেখার প্রয়োজন নেই। যেই মনোনয়ন পাক, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।”

গিয়াসউদ্দিন বলেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া এই দলকে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ করেছেন। বর্তমানে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে থেকেও দলকে পথ দেখিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরেই তারেক রহমান।

তিনি মনে করেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন এবং এখন বাংলাদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, যুগ্ম-সম্পাদক খন্দকার আক্তার হোসেন, কৃষি-বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম.সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন মাহবুব, নাছির প্রধান এবং ইউসুফ রশীদ প্রমুখ।

RSS
Follow by Email