মানুষের সাথে সরাসরি সংযোগের মাধ্যমে সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা বোঝা যায়: মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বর্ধিত গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এটি আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও তথ্য উপস্থাপনার ধারাবাহিক অংশ হিসেবে সম্পন্ন হয়।
গণসংযোগটি ২নং গেট রেলগেট হতে শুরু হয়ে ১নং রেলগেট , ১৫ নং ওয়ার্ডের টান বাজার, মিনা বাজার এলাকা অতিক্রম করে। স্থানীয় দোকানপাট, বাজার এলাকা, গণজমায়েতস্থল এবং পথচারীদের সাথে দলের নেতাকর্মীরা কথা বলেন। এতে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। কার্যক্রম চলাকালে গণসংযোগে অংশগ্রহণকারী স্থানীয়রা তাদের দৈনন্দিন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, বাজার ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা, কিশোরদের ক্রীড়া সুবিধার অভাব, নিরাপত্তাজনিত উদ্বেগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
গণসংযোগের সময় মাসুদুজ্জামান বলেন, আমরা ১৫ নম্বর ওয়ার্ডে ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে, মার্কেট ও দোকানগুলোতে পৌঁছে দিয়েছি। জনসাধারণের থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের উদ্দীপনা ও বিশ্বাসকে প্রকাশ করছে। আশা করি, সামনে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জের বন্দর এবং নগরের জনগণ দলটিকে বিপুল ভোটে সমর্থন করবেন। আমাদের এই কার্যক্রম প্রতিদিনের মতো অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ যারা আমাদের পাশে রয়েছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়াও ধন্যবাদ জানাই ইয়ার্ন মার্চেন্টের সভাপতি ও পরিচালক মহোদয়কে।
তিনি আরও জানান, জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে এলাকাবাসীর চাহিদা, সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা বোঝা যায়, যা ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যক্রম প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক; আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, সদস্য মহানগর। বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সা-সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সা-সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এলাকাজুড়ে জনসমাগম থাকলেও ছোটখাটো যানজট ছাড়া উল্লেখযোগ্য কোনো সমস্যা দেখা যায়নি। স্থানীয় স্বেচ্ছাসেবক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সার্বিক পরিবেশ নিয়ন্ত্রিত থাকে।

