মানুষের পাশে দাঁড়াতে গিয়াসউদ্দিনের আহ্বান
# রমজানকে আমাদের জন্য কল্যাণের মাস হিসেবে কবুল করুন: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র মাহে রমজানের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, এনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। রবিবার (২ মার্চ) এক বিবৃতিতে এই বার্তা পাঠান তিনি।
এছাড়া বার্তায় সহকর্মীদের সামর্থ অনুযায়ী বিবেচনা করে খাদ্য শস্য, ইফতার সামগ্রী এবং অর্থ প্রদান করার আহ্বান জানায় সাবেক এই সংসদ সদস্য।
তিনি তাঁর বার্তায় জানান, মহান এক সুযোগ নিয়ে মাহে রমজান আজ আমাদের কাছে সমাগত। মহান আল্লাহর অশেষ কৃতজ্ঞতা যে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদেরকে আরও একটি রমজান দান করলেন। আমরা জানি, এই রমজান মাসের যেকোনো ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা দশ থেকে সাতশতগুণ এমনকি অগণিত সাওয়াব দানের প্রতিশ্রুতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই আমার সহকর্মীদের প্রতি আহবান থাকবে এই মহান সুযোগকে কাজে লাগিয়ে সামর্থ অনুযায়ী আমাদের সহকর্মীদের এবং এলাকার মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে তাদের সাহায্য-সহযোগিতা করা। এর মধ্যে খাদ্য শস্য, ইফতার সামগ্রী এবং অর্থ প্রদান করা যেতে পারে।
রোজা পালনের সাথে সাথে আসুন আমরা দান সাদকা করে পবিত্র মাহে রমজান মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই। আল্লাহ এই রমজানকে আমাদের জন্য কল্যাণের মাস হিসেবে কবুল করুন, আমিন।