মানুষের কাছে বিএনপি এখন ভরসার জায়গা: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এই গণঅভ্যুথানে ছাত্র-জনতা ছিলেন। যারা থাকতে পারে নাই তারা ঘরে বসে দোয়া করেছে। আল্লাহ অধিকাংশ মানুষের দোয়া কবুল করেছেন। যার ফলে স্বৈরাচার শুধু পতন হয়নি, স্বৈরাচার প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের কাছে বিএনপি এখন অনেক বড় আশা ভরসার জায়গা তৈরী হয়েছে। দেশকে লুটপাট করে, মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার, দেশের অর্থনীতিতে ধ্বংস করে গেছে। এই অবস্থায় বিএনপি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে ফতুল্লা কুতুবপুর এলাকায় শীত বস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা মানুষের এই ধরণের অত্যাচারকে উপলব্ধি করে কাজ করছি, স্বৈরাচারের ধ্বংস করা এই দেশকে কিভাবে পুণঃউদ্ধার করা যায়। আমরা এখন ক্ষমতায় নেই, বর্তমানে সরকার ক্ষমতায় আছে অর্ন্তবর্তী কালীন সরকার। এই সরকার যাতে সফল হয় তার জন্য আমরা তাদের সমর্থন দিয়ে যাচ্ছি। স্বৈরাচার পতন হওয়ার পর বিদেশে থেকে অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে।