মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
Led05রাজনীতি

মানুষের কল্যাণে যত বেশি সম্ভব নিজেকে বিলিয়ে দিতে হবে: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিনের (১ ও ৭ নং ওয়ার্ড) এর  উদ্যোগে ঈদ পূর্নমিলনী করা হয়। রবিবার (১৩ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা এলাকায় ওই ঈদ পূর্নমিলনী ও  আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।


‎এসময় সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ‎প্রধান অতিথি হিসাবে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

তিনি বলেন, এই দুনিয়াতেই আমাদের সমস্ত কিছু শেষ নয়। সমাজের নিপীড়িত মানুষরে কল্যাণে যত বেশি সম্ভব নিজেকে বিলিয়ে দিতে হবে। এছাড়া ও আমাদের মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়াও আখেরিতের মুক্তিই আমাদের একমাত্র লক্ষ হওয়া উচিত।

‎নায়েবে আমির  আবদুল গফুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,  সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা সেক্রেটারি সাদ আহমেদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email