শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
Led02Led03জেলাজুড়ে

মাদারীপুরে কুপিয়ে হত্যা, না.গঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে শিবচর বাজারের একটি ব্যাংকের এটিএম বুথের সামনে এই হামলা হয়।

নিহত যুবক হলেন মো. রাকিব মাদবর (২৫), যিনি একটি হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন।

পুলিশ সূত্র জানায়, রাকিবকে হত্যার পর থেকেই মূল আসামিসহ জড়িতরা পলাতক ছিল। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে মাদারীপুর, ঢাকা এবং এর আশপাশের এলাকায় অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার একটি বিশেষ দল নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শিবচর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন যে হত্যাকাণ্ডের মূল আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, রাকিব মাদবর সম্প্রতি একটি হত্যা মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। ঘটনার দিন রাতে তিনি শিবচর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে অবস্থান করছিলেন। সে সময় দুর্বৃত্তরা কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত রাকিবকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

RSS
Follow by Email