শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04আড়াইহাজার

মাদরাসায় বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা ইসরাফিল (৪০) নামে এক মাদরাসার প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার সদর পৌরসভার ৮ নং ওয়ার্ড নাগড়াপাড়া মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে ।

নিহত মাওলানা ইসরাফিল ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রথমিক শিক্ষক আব্দুর বাতেনের পুত্র। নিহত মাওলানা ইসরাফিলের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজনরা জানান, মাদরাসায় বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে মাওলানা ইসরাফিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে মাদরাসার লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email