সোমবার, নভেম্বর ১০, ২০২৫
Led02আদালতরূপগঞ্জ

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের একটি মাদক মামলায় ফাহিম (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এই অর্থ অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

পুলিশ পরিদর্শক মো. কাইউম খান আরও জানান, ২০২৪ সালের ১৬ মে ফাহিমকে ৫৪০ পুরিয়া হেরোইনসহ রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এই রায় ঘোষণা করেন।

RSS
Follow by Email