শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05জেলাজুড়েফতুল্লা

মাদক ব্যবসা বাইরের কেউ করে না: এডি.এসপি জহিরুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস এম জহিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসা বাইরের কেউ করে না, এলাকার লোকেরাই করে। একজন মানুষ সন্ত্রাসী হিসাবে জন্ম নেয় না। আস্তে আস্তে পরিপক্ক হয়ে ওঠে। তাছাড়া সামাজিক ব্যাধি রোধে আমরা তো আছি। ভূমিদস্যুদের বিরুদ্ধে আগে ফোজদারী আইনে এ্যাকশন হতো না, তবে এখন হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকালে বক্তাবলীর উত্তর গোপালনগর ঈদগাহ মাঠে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এএসপি জহিরুল ইসলাম।

সভায় তিনি আরও বলেন, আপনারা এলাকায় শান্তি চান কারন অতীতে খারাপ সময় কাটিয়েছেন। এলাকার শান্তি প্রতিষ্ঠা করবেন আপনারা, আমরা পুলিশ আপনাদের সহযোগিতা করবো। প্রত্যেকে যদি নিজের পরিবারের খোঁজখবর রাখি তাহলে এই কাজ আরও সহজ হবে। আমরা অন্যের হক মারবো না। মানুষের হক মারলে আল্লাহ মাফ করবেন না। বক্তাবলী ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা হবে যদি আমরা মিলেমিশে কাজ করি।

সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া, অফিসার ইনচার্জ অপারেশন কাজী মাসুদ, বক্তাবলী ইউপি মেম্বার আকিলউদ্দিন, আমজাদ হোসেন বাঁধন, পিংকি বেগম, নুপুর আক্তার, হাসনা বানু, সাবেক মেম্বার মোহাম্মদ আলী। আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছিলেন, আওয়ামী লীগ নেতা হাজ্বী আব্দুর রহিম, সলিম উল্লাহ, যুবলীগ নেতা আনোয়ার আলী, মো. খবির হোসেন, দেলোয়ার হোসেন মেসি, দীল মোহাম্মদ, হাজ্বী মোতালেব খা, সোহরাব হোসেন, ফুলু মাদবর, সমন বেপারী,কবির খান,থানা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী মোঃ মোশাররফ হোসেন, সাবেক মেম্বার জলিল গাজী প্রমুখ।

RSS
Follow by Email