মাদকের ভয়াবহতা নিয়ে ডিসির প্রশ্ন ‘আমরা কী সবাই অন্ধ হয়ে গিয়েছি’
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শারীরিক ফিটনেস, শক্তি, ফার্স্ট মুভমেন্ট ও স্ট্যামিনা বাড়াতে পারলেই বাংলাদেশের ফুটবলকে বিশ্ব অঙ্গনে নিয়ে যাওয়া সম্ভব হবে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে ‘মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।
খেলোয়াড়দের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আমাদের শারীরিকভাবে ফিট ও শরীরে শক্তি থাকতে হবে, তাহলে আমারা দলের স্কেল বাড়াতে পারব। যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো দেখি, তাদের যে ফার্স্ট মুভমেন্ট, ক্যাপাসেটি ও স্ট্যামিনা দেখি, সেটি আমাদেরও তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে আরও বেশি দক্ষ ও যোগ্য হয়ে ওঠতে হবে। মানুষের অসাধ্য কিছু নেই। আমরা যদি আমাদের মনোবলকে শক্তিশালী রাখি… তাহলে আমরা একদিন সফল হব।”
জেলা প্রশাসক ক্রীড়ার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের ভয়াল থাবা আজকের সমাজের এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, “যারা মাদক সেবন করছে, তারা কোন পরিবার, প্রতিষ্ঠান এবং কোন সমাজে বড় হচ্ছে। আমরা যারা ওই পরিবার ও প্রতিষ্ঠানের দায়িত্বে আছি এবং ওই সমাজের প্রধান আছি, আমরা কি সবাই অন্ধ হয়ে গিয়েছি?”
তিনি মনে করিয়ে দেন, একটি ছেলে জন্মগ্রহণের পর থেকেই মাদকাসক্ত হয় না। মাদকের পথে তার এই হাঁটার পথে অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা কতটুকু লক্ষ্য রেখেছেন, তা খতিয়ে দেখতে হবে। তিনি সতর্ক করেন, নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন না করলে কাঙ্ক্ষিত রাষ্ট্র ও সমাজ গড়া সম্ভব হবে না।
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় (ঢাকা)-এর অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান এবং নিরোধ শিক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয় (ঢাকা)-এর উপ-পরিচালক দীপজয় খীসা।
