শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
Led05ক্রীড়ারাজনীতি

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাই হাতিয়ার: রেজা রিপন

লাইভ নারায়ণগঞ্জ: খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি সমাজকে মাদকের মতো ভয়াল থাবা থেকে রক্ষা করার অন্যতম শক্তিশালী মাধ্যম। এই বিশ্বাস থেকেই সিদ্ধিরগঞ্জে আয়োজিত হলো শহীদ জিয়া স্মৃতি ডিগবল টুর্নামেন্ট। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট একদিকে যেমন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে, অন্যদিকে তেমনি মাদকমুক্ত একটি সমাজ গড়ার প্রত্যয়কে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক ও অতিথিরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের আইলপাড়া ঈদগাহ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন। তিনি তার বক্তব্যে বলেন, “মাদকের কালো থাবা সারাদেশে এবং আমাদের নারায়ণগঞ্জে যেভাবে ছড়িয়ে পড়েছে, তা থেকে বাঁচতে খেলাধুলা একটি প্রধান হাতিয়ার।”

তিনি আরও বলেন, “আমরা এই খেলাধুলার মাধ্যমে মাদককে ‘না’ বলব। ইনশাআল্লাহ, সামনে আমাদের যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য এই খেলাধুলা অন্যতম হাতিয়ার হবে।” তিনি এমন একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য আইলপাড়া যুব সমাজের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যেকোনো খেলাধুলার বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম পারভেজ, ৮নং ওয়ার্ড বিএনপির গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ-আলম, সহ-প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর তরুণদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, ৮নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আরিফ ও আবুল হোসেন প্রমুখ।

RSS
Follow by Email