মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led03আদালত

মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় দুজন রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (৩১ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার গোলজার হোসেন (৩৯) এবং মো. মোজাম্মেল হোসেন (৩২)।

পিবিআই জানায়, গত ২৭ আগস্ট দুপুরে বন্দর থানার কুড়িঁপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এক অজ্ঞাত যুবকের মাথাবিহীন লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

২৮ আগস্ট পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত যুবক হলেন সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়ার হাবিবুর (২৮)। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে এবং ৩০ আগস্ট রাতে তাদের গ্রেপ্তার করে। উল্লেখ্য, নিহত হাবিবুর গত ২৫ আগস্ট রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিলেন। পিবিআই জানিয়েছে, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

RSS
Follow by Email