মাতৃহারা আবুল হোসেন, শোক প্রকাশ করলেন গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের মমতাময়ী মাতা গত ৯ মে রাত ৯টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এই শোকাবহ সংবাদে গভীর সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এক শোকবার্তায় গিয়াসউদ্দিন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “আবুল হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দেন।”
মরহুমা তার জীবদ্দশায় ৪ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।