বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েশিক্ষাসিদ্ধিরগঞ্জ

মাতৃভাষা দিবসে ছিদ্দীকিয়া ইসলামিয়া মাদরাসার অভিভাবক সম্মেলন

লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের ছিদ্দীকিয়া ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গনে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্বেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, বাংলা বক্তৃতা, আরবি বক্তৃতাসহ ও আরবী কথপোকথন পরিবেশন করে।

অনুষ্ঠানে ছিদ্দীকিয়া ইসলামিয়া মাদরাসার সভাপতি হাজি আব্দুল লতীফের সভাপত্বিতে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আহসানউল্লাহ মুন্সী, মো. আহসানুল্লাহ, মো. মোহন সরকার, এম এ জামান, মো. জাকির হোসেন বকুল, মো. ফজলুল হক, মো. রেহান উদ্দিন মামুন ও মো. শহিদুল ইসলাম।

এছাড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি শফিকুল ইসলাম, মুফতি শামীম আহমাদ, মুফতি আব্দুল আজীজ, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আব্দুল হামিদ, মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি বেলাল হুসাইন, মাওলানা নুরে আলম, মাওলানা মনির হোসেন, হাফেজ নুরুজ্জামান, মাষ্টার মাহফুজুর রহমান, মাষ্টার আল-আমিন, মাষ্টার ইশফাক ও হাফেজ রুহুল আমীন প্রমুখ।

RSS
Follow by Email