শনিবার, জুলাই ১২, ২০২৫
Led04রাজনীতি

মাকসুদ চেয়ারম্যান আন্দোলনের সময় ছাত্র হত্যাকারী: এড. সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম, সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদকের সাথে জড়িত, তাদের দলে কোনো স্থান হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থানকারী বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে ২১নং ওয়ার্ডের সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২১নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “কিছুদিন আগে আমাদের দলের নাম ভাঙিয়ে এই ওয়ার্ডে বিতর্কিত ও কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। যারা দুটি হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা বলে দিতে চাই তারা দলের কেউ নন। তারা ফ্যাসিবাদীদের দোসর হওয়ার কারণে দল থেকে বহিষ্কৃত। সুতরাং এইসব ব্যক্তির কারণে বিএনপিকে দোষারোপ করা যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই দুটি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং অপকর্ম করছে, তাদেরকে গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করা হোক।”

সাবেক মাকসুদ চেয়ারম্যানের বিষয়ে তিনি বলেন, “আমরা কোনো ফ্যাসিবাদীর দোসরদেরকে নারায়ণগঞ্জে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে পারি না। যদি দিতে না পারি, তাহলে ওই যে মাকসুদ চেয়ারম্যান, সাবেক উপজেলার, সে তো বেশ কয়েকটি বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যাকারী। সেই মাকসুদকে আমরা কোনো রকমই বন্দরের মাটিতে নির্বাচন করতে দিতে পারি না।”

খান আরও উল্লেখ করেন, “শুধু মাকসুদ নয়, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যায়কারী, হত্যাকারী এবং ফ্যাসিবাদীদের সহায়তা করেছে, তাদের কেউই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।” তিনি গত ফ্যাসিবাদী আমলে বিএনপির কিছু নেতা যারা ক্ষমতা পাকাপোক্ত করতে সহায়তা করেছেন এবং ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলেন, “বহিষ্কার আদেশ কখন প্রত্যাহার হয়, যদি কোনো কিছু ভালো করেন এবং নিজের ভুল শুধরিয়ে আবার স্বপথে ফিরে আসতে পারেন। সুতরাং আপনারা ভালো কার্যক্রম করেন এবং স্বপথে ফিরে আসুন, হয়তো বা দল আপনাদেরকে গ্রহণ করতেও পারে।”

সদস্য ফরম পূরণের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়ে তিনি বলেন, “কোনো মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ব্যক্তি, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মানুষের প্রতি জুলুমকারীকে নতুন সদস্য করা যাবে না। আওয়ামী লীগকে বা এই নারায়ণগঞ্জে যারা সন্ত্রাস করেছে, যে আওয়ামী লীগের শামীম ওসমান ও সেলিম ওসমান ও আইভীর কোনো দোসরকে এই সদস্যপদ দেওয়া যাবে না। যদি এই ধরনের কাউকে সদস্যপদ দেওয়া হয়, সেটার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডকে জবাবদিহি করতে হবে এমনকি তাদের বিরুদ্ধে ব্যবস্থাও হতে পারে। সুতরাং বিএনপির সদস্য ফরম পূরণের ক্ষেত্রে যাচাই-বাছাই করে তারপরে সদস্য করবেন।”

মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

RSS
Follow by Email