বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Uncategorized

মাওলানা মুমতাজুল করিম‘র ইন্তেকাল, ইসলামী আন্দোলন না.গঞ্জ মহানগরের শোক

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র বড় ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা হযরত মাওলানা মুমতাজুল করিম মুশতাক রহ. ২৭ আগস্ট, রাত ১০:৪০ মিনিটে রাজধানীর শংকরের ইবনে সিনা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার ইন্তেকালে সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোক নেমে আসে। তিনি ছিলেন দক্ষ ও প্রবীণ সংগঠক। নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, তাঁর মৃত্যুতে সংগঠন একজন বিজ্ঞ নেতাকে হারালো। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।

এদিকে আজ বাদ মাগরিব নগর কার্যালয়ে চাষাড়া ও আশপাশের এলাকায় চাঁদাবাজী বন্ধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বলেন, চাঁদাবাজী বন্ধে আমরা প্রশাসনকে যেকোন সহযোগিতা করতে প্রস্তুত। পরিবহন বা দোকান থেকে কোন চাঁদাবাজী চলবে না। করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে, ইনশাআল্লাহ।

RSS
Follow by Email