মাওলানা মঈনুদ্দিনের পক্ষে এনসিসি ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। জামায়াত নেতারা এই গণসংযোগে বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করবে।
৩ অক্টোবর শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া ঋষি পাড়া ও নামাপাড়া এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা আমীর অ্যাডভোকেট আখতার হোসাইন।
গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এদেশের মানুষ আর কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ দেখতে চায় না। তাই সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত মজলুম জননেতা মাওলানা মঈন উদ্দিন আহমদের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
উক্ত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন। তিনি বলেন, “এদেশে সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য সকল ধর্মাবলম্বী সকলে মিলে আমরা বাংলাদেশী। তাই সাম্প্রদায়িকতা মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে জামায়াতের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগণের প্রতি আহ্বান জানান।”
সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণসংযোগটি শহরের পাইকপাড়া ঋষিপাড়া ও নামাপাড়া হয়ে পাইকপাড়া জামে মসজিদে এসে সমাপ্ত হয়। উক্ত গণসংযোগে জামায়াত নেতা ফরিদ উদ্দিন আহমাদ সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।