মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ‘শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ’র শ্রদ্ধা
লাইভ নারায়ণগঞ্জ:স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, সরকারি তোলারাম কলেজের চার শহীদ শিক্ষার্থীর স্মরণে গড়ে তোলা ‘শহীদ মানিক-নাঈম-রহমান-পান্থ-স্মৃতি সংসদ’-এর উদ্যোগে, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে মাওলানার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে ছাত্র নেতৃবৃন্দ ও সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী এবং স্মৃতি সংসদের সংগঠকগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী এবং স্মৃতি সংসদের সংগঠক মুন্নি আক্তার প্রত্যাশা, মাসুম বিল্লাহ ফারাবী, রাইসা ইসলাম, সিয়াম হোসেন তপুসহ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজের অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃত্বরা।
এসময় ‘শহীদ মানিক-নাঈম-রহমান-পান্থ-স্মৃতি সংসদ’- এর সংগঠক মুন্নি আক্তার প্রত্যাশা তার বক্তব্যে বলেন, ‘আমরা বিশ্বাস করি তোলারাম কলেজের শহীদ ৪শিক্ষার্থী আমাদের পাথেয়। তাদের আত্মত্যাগকে ধারণ করে মওলানা ভাসানির আদর্শে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় আমরা কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবো’
সংগঠক মাসুম বিল্লাহ ফারাবি ভাসানির ইতিহাসকে তুলে ধরে বলেন ‘উপমহাদেশের অবিসংবাদিত নেতা মওলানা ভাসানির জীবন-চিন্তা আজো বাংলাদেশ গঠনে আমাদের দিশা দেখায়। কিন্তু পরিতাপের বিষয়, তার সম্পর্কে জানার ব্যবস্থাও এই দেশে রাখা হয়নি। আমরা চাই ভাসানির জীবন-দর্শন আমাদের শিক্ষায় অন্তর্ভুক্ত করে ভাসানির আদর্শ শিক্ষার্থীদের মাঝে বিস্তারের ক্ষেত্র তৈরি করা হোক।