বুধবার, জুলাই ২৩, ২০২৫
শিক্ষা

মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের স্মরণে বিদ্যানিকেত স্কুলে শোকসভা-দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানী ঢাকার মাইলস্টোন হাই স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সাথে জাতীয় শোক পালন করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) দেওভোগ ভুঁইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকালে স্কুলের মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক দিবসের অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে। এরপর বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, মনির হোসেন খান এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

সভায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একইসাথে তারা নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের জন্য সরকারের কাছে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি উত্থাপন করেন। এই শোকসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বিদ্যানিকেতন হাই স্কুল কর্তৃপক্ষ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে।

RSS
Follow by Email