মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
Led02রাজনীতি

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মামুন মাহমুদ ‘৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মহিলা দলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালীটি বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাত্র ৭ দিন পরেই জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মোট ভোটারের অর্ধেক নারী, তাই তাদের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার জন্য তিনি ঘরে বসে না থেকে রাজনৈতিক সংগঠনে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।” তিনি আরও বলেন, সেই থেকে জাতীয়তাবাদী মহিলা দল অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছে।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি যেসব নেতাকর্মী মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের স্বাগত জানান এবং বাকিদেরও মাঠে এসে কাজ করার আহ্বান জানান।

RSS
Follow by Email