মহিলা কলেজের শিক্ষার্থীকে পরীক্ষা দিতে মহানগর ছাত্রদলের সহযোগিতা
লাইভ নারায়ণগঞ্জ: অর্থের অভাবে পরীক্ষা দিতে না পারা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করেছে মহানগর ছাত্রদল। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ওই শিক্ষার্থীর ভর্তি ও পরীক্ষার ফরম ফিলাপের যাবতীয় কাজ সম্পূর্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আবলুল্লাহ আল মামুন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি রুমান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাছিরসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ও মহিলা কলেজের অর্থনীতি বিভাগের লেকচারার কামরুল ইসলাম স্যার, খালেদা আপা।
এ বিষয়ে ছাত্রদল নেতা আবলুল্লাহ আল মামুন বলেন, আমরা জানতে পারি আমাদের এলাকায় মহিলা কলেজের অর্নাস শেষ বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থী টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না। আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে ও মহানগর ছাত্রদলের সহযোগিতায় আমরা ওই শিক্ষার্থীর ফরম পূরণে সাহায্য করি। বিএনপি ও ছাত্রদল সব সময় দেশের মানুষের পাশে আছে। আমাদের তারেক রহমান নির্দেশ দিয়েছেন জণগনের সেবা করতে। আজকের এই সহযোগিতা এটা তা্রই অংশ।
সঠিক সময় ভর্তি হতে পেরে মহানগর ছাত্রদল এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেই শিক্ষার্থী।