মহাসড়কে র্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে অভিযান চালিয়ে ছয়জন অভিযুক্তকে আটক করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে।
র্যাব-১১ এর গোয়েন্দা টিম দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা পর্যবেক্ষণ করছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র্যাবের একটি চৌকস দল সোনারগাঁওয়ের পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালিয়ে ছয়জন অভিযুক্তকে আটক করে।
আটককৃতরা হলেন, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু (২৮), সাইফুল ইসলাম ওরফে সাকিব (২৫), মো. মানিক (৩১), সাদ্দাম (৩২), সহিদ (৩৭) এবং মনির হোসেন (৫৭)। এদের সবার বাড়ি সোনারগাঁও উপজেলা এলাকায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছে যে, তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম যানজট তৈরি করে ডাকাতি ও ছিনতাই করত। কখনও কখনও তারা নিজেরাই গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করত। এরপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে চালক ও যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করত। এমনকি তারা গাড়ির কাঁচ ভেঙেও আক্রমণ করত।
র্যাব আরও জানায়, আটকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সাদ্দামের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, মাদক ও অস্ত্রসহ ১৮টি মামলা আছে। এছাড়া মফিজুল ইসলাম ওরফে জামিল বাবুর বিরুদ্ধে ৪টি, সাইফুল ইসলাম ওরফে সাকিবের বিরুদ্ধে ৪টি, মানিকের বিরুদ্ধে ৩টি, সহিদের বিরুদ্ধে ১টি এবং মনির হোসেনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
অভিযান চলাকালে আটকৃতদের কাছ থেকে ৫টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ৫টি ছুরি, ১টি সুইচ গিয়ার এবং ১টি হাসুয়া (বড় দা) উদ্ধার করা হয়। একই দিন র্যাব-১১ এর আরেকটি পৃথক অভিযানে সোনারগাঁওয়ের মেঘনা-বটতলা রোড থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।