সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

মহাসড়কে নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যান জব্দ, আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: মহাসড়কে নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় নিয়মিত টহল চলাকালীন সময়ে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় তল্লাশি করে এই পলিথিন জব্দ করে হাইওয়ে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মো. রফিক (৪০)। সে কামরাঙ্গীরচর মো. হারুনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম।

তিনি জানান, প্রায় আড়াই টনের অধিক ওজনের নিষিদ্ধ পলিথিন বোঝাই ঢাকা মেট্রো ম-৫১-৬৫৩৮ নং সিরিয়ালের একটি মিনি-কাভার্ডভ্যান, মহাসড়কের মৌচাক ইউটার্ন ঘুরে যাওয়ার সময়ে হাইওয়ে পুলিশ থামিয়ে তল্লাশি করে। তখন গাড়িতে নিষিদ্ধ পলিথিন পাওয়া পান তারা। যার বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৭১৭০০ রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পলিথিন ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

RSS
Follow by Email