মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের মৌচাক ইস্টার্নের মতিন সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে মৌচাক স্ট্যান্ডের পাশে মতিন সড়কে এ মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাতব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইওয়ে পুলিশ তাদের আগে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের কাছ থেকে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এসআই মাহাতব উদ্দিন আরও বলেন, মৃতদেহের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে।