মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04ফতুল্লা

মহাসড়কে মোটরসাইলে বাসের ধাক্কায় যুবক নিহত, ফতুল্লা থানায় মামলা

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মহাসড়কের নারায়ণগঞ্জের ফতুল্লা অংশে ওই ঘটনা ঘটে।ৎ

রবিবার (৩ নভেম্বর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকী।

নিহত যুবকের নাম রাফি তালুকদার নিহন (২০)। সে চাঁদপুরের সদর উপজেলার আজিজুর রহমান হিরণের ছেলে। সে এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। অপরদিকে সাথে থাকা আহত বন্ধুর নাম ইব্রাহিম ইসলাম কাব্য (১৯)।

টিআই আবু নাঈম সিদ্দিকীজানান, সন্ধ্যার আগে রাফি তালুকদার নিহন ও তার বন্ধু কাব্য একটি মোটরসাইকেল যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে সোনারগাঁওয়ের মেঘনাঘাটের দিকে যাচ্ছিল। এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পৌঁছলে একটি বাস তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে তারা রাস্তায় ছিটকে পড়লে গুরুতর আহত হন। গুরুতর আহত রাফি তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহিম ইসলাম কাব্য কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো -একটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় ফতুল্লা থানায় নিহতের ভগ্নিপতি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের সকল ক্যামেরা ভেঙ্গে গেছে। তাই অভিযুক্ত বাসটি শনাক্ত করতে সমস্যা হচ্ছে। বাসটি শনাক্ত করণে আমাদের পুলিশ কাজ করছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহতের ঘটনায় আমরা একটি মামলা নিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই মামলার তদন্ত করছে হাইওয়ে থানা পুলিশ।

RSS
Follow by Email