মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় বন্দরে ২ শ্রমিককে অবরুদ্ধ
লাইভ নারায়ণগঞ্জ: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় ২ শ্রমিককে অবরুদ্ধ করে রেখেছে একই প্রতিষ্ঠানে চাকুরিরত অন্যান্য শ্রমিকরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এ ঘটনাটি ঘটে।
অবরুদ্ধ শ্রমিকরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার মন্ডলেরগাও এলাকার অনিক চন্দ্র সূত্রধরের ছেলে অমৃত সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর পিতা ও তার দেশের ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
শ্রমিকেরা জানায়, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সাঃ)কে নিয়ে বাজে মন্তব্য করে কটুক্তি করে। এ ঘটনায় সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে তাদের অবরুদ্ধ করে রাখে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘তথ্য পেয়ে আামরা সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা অবরুদ্ধ করে রেখেছে তাদের আমরা হেফাজতে নিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।’