মহানগর বিএনপি নেতা এম এইচ মামুন আর নেই
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এইচ মামুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাউজিউন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।
মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান লাইভ নারায়ণগঞ্জকে জানান, সন্ধ্যায় ভাসানী সাহেবকে শেষবারের মতো দেখেতে গিয়ে হঠাৎ করে এম এইচ মামুনের স্ট্রোক হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু্বরণ করেন। তার পরিবারকে মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। মামুন সাহেবের মৃত্যুতে আমরা মহানগর বিএনপির নেতাকর্মীরা শোকাহত এবং আমরা সকলেই তার রূহের মাগফেরাত কামনায় প্রার্থণা করছি।