শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led03রাজনীতি

মহানগর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর হোসিয়ারি সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও সচেতনতা মূলক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে আগামী দিনের কর্ম পরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর কৃষকদলের আহ্বায়ক এনামুল হক খন্দকার স্বপনসহ সদর থানা, বন্দর থানা ও বন্দর উপজেলার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email