সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
রাজনীতি

মহানগর বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

লাইভ নারায়ণগঞ্জ: ব্যাপক উপস্থিতির মাধ্যমে একদফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নগরীর খানপুর এলাকা থেকে গণমিছিলটি বের হয়।

মিছিলটি মুল সড়ক দিয়ে নিতাইগঞ্জ পর্যন্ত গিয়ে সমাপ্ত হয়। এর আগে, খানপুর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খানপুর হসপিটাল রোডে জড়ো হতে থাকেন। এক পর্যয়ে সড়কটি পুর্ণ হয়ে যায় বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের দ্বারা।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান।

এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ অনেকে।

RSS
Follow by Email