রবিবার, অক্টোবর ৫, ২০২৫
রাজনীতি

মহানগর জাসাস নেতা সাধুর ইন্তেকাল, সানির শোক

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সাধু রোববার (৫ অক্টোবর) ভোর ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর মাসদাইর বাজার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়েছে।

শাহাদাৎ হোসেন সাধু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, “মরহুম শাহাদাৎ হোসেন সাধু সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি মহানগর জাসাসকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।”

সানি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁর অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।”

তিনি মরহুমের মৃত্যুতে গভীর শোকাহত উল্লেখ করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন আল্লাহ তাঁকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আনিসুল ইসলাম সানি শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

RSS
Follow by Email