রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক হলেন সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন একই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এসময় এক প্রতিক্রিয়ায় সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল গণমাধ্যমে বলেন, আমাকে মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় কৃষক দলের সবাই কে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমি দক্ষতা, সততা ও মেধাদিয়ে মহানগর কৃষক দল কে আরো শক্তিশালি ও সুসংগঠিত করার জন্য কাজ করে যাব।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রশু মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়ে যায়। এরপর সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল কে সাধারণ সম্পাদক ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি।

RSS
Follow by Email