বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
রাজনীতি

মহানগর ইসলামী আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ইসলামী আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বাদ মাগরিব নগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নগর সহ-সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, নূর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল সহ নগর নেতৃবৃন্দ।

সভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিলেন, আছে এবং থাকবে। জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৭ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারে ৯ দফা দাবী প্রস্তাব করেন। দাবী আদায়ে সকল জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তার বক্তব্যে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসকে পীর সাহেব চরমোনাই ঘোষিত PR পদ্ধতিতে নির্বাচন এবং নয় দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।

আগামী ২৭, ২৮ ও ২৯ তারিখ আত্মশুদ্ধির মিলনমেলা ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করার জন্য নগরবাসীকে উদাত্ত আহবান জানান।

RSS
Follow by Email