সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

মর্গ্যান স্কুলের ছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত প্রেমিক পলাতক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ নভেম্বর) এ ঘটনায় নিহত কলেজ ছাত্রীর বাবা মো. আকবর বাদী হয়ে নিহতের প্রেমিক মো. রাকিবুল (২২) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম আফসানা আক্তার (১৭)। সে নারায়নগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজের দ্ধাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সাথে ফতুল্লা মডেল থানার নরসিংপুর সামছুলের মোড়স্থ নিজেদের বাড়ীতে বসবাস করতেন। এর আগে বৃহস্পতিবার ফতুল্লার নরসিংপুরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।

জানা যায়, নিহত কলেজ ছাত্রী কলেজে যাওয়ার পথে একই থানার উত্তর নরসিংপুর কামাল বাজারের কালামের ছেলে অভিযুক্ত রকিবুল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়টি পরিবার সহ এলাকাবাসী জানাজানি হলে রকিবুল আর সম্পর্ক টিকিয়ে রাখবেনা বলে প্রতিশ্রুতি করে। কিন্ত সে গোপনে সম্পর্ক বজায় রেখে চলে আসছিলো। সাম্প্রতিক সময়ে নিহত কলেজ ছাত্রী প্রেমিক রাকিবুল কে বিয়ের কথা বললে সে অস্বীকার করে। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নিহত কলেজ ছাত্রী অভিযুক্ত প্রেমিক রাকিবুল ইসলামকে ফোন দিয়ে কথা বলে এবং বিয়ে করার জন্য বলে। এরপর নিহত কলেজ ছাত্রী ঘরের লোহার এঙ্গেলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। অভিযুক্ত আসামী কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

RSS
Follow by Email