সোমবার, অক্টোবর ৬, ২০২৫
Led04সদর

মর্গান স্কুলের সামনে থেকে এক ব্যক্তি আটক, হেরোইন উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ পুড়িয়া হেরোইনসহ এক জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মর্গান স্কুলের উল্টো পাশে রিদম কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তার উপর অভিযান চালায়। এ সময় মাদক বেচাকেনার সাথে জড়িত সন্দেহে জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ৩৫ পুড়িয়া নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ছিল ৩ গ্রাম।

আটককৃত জাকির হোসেন বন্দর থানার মজনু সাহেবের বাড়ীর ভাড়াটিয়া (ঘাড় মোড়া বাজারের সামনে) এবং তিনি ভাসমান মাদক কারবারি হিসেবে পরিচিত।

এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সদর মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

RSS
Follow by Email