বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05জেলাজুড়েরাজনীতিসদর

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধসহ নানা দাবিতে ছাত্র সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, ঢাবি ও জাবি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ ক্যাম্পাসকে বিরাজনীতিকরণের চক্রান্ত বন্ধ করার দাবিতে ছাত্র সমাবেশ ও মিছিল করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ছাত্র সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, সাধারণ সম্পাদক নাসিমা সরদার, মহিলা কলেজের সংগঠক সাবিনা ইয়াসমিন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক নিরব সরকার, সরকারি কদম রসূল কলেজ শাখার সংগঠক রবিন আহমেদ স্বপ্ন, বন্দর থানা সংগঠক নাফসিন জিসান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের নামে পিটিয়ে পিটিয়ে দুইটি হত্যাকান্ডের নির্মমতায় জাতি বাকরুদ্ধ। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবেই মেনে নেয়া যায় না। শুধু তাই নয়, কবর ভাঙ্গা, মাজারে হামলাসহ খাগড়াছড়িতে পাহাড়ি জনগণের উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটে চলেছে প্রতিনিয়ত । এইসব বন্ধে বর্তমান অন্তবর্তী সরকারের দৃঢ় পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে মানুষ চরম অসহায় অবস্থায় পড়েছে। এইসব ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি দেয়া না গেলে জুলাই—আগস্টের ছাত্র— জনতার অভ্যুত্থানের মর্মবস্তু ধ্বংস হয়ে যাবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে একটি গণতান্ত্রিক সমাজের আশায় মানুষ জীবন দিয়েছে। কিন্তু দুর্নীতি, দুঃশাসন, দমনপীড়ন, লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করলে শুধু ব্যক্তির পরিবর্তনে গণমানুষের আকাঙ্খা পূরণ হবে না। ক্যাম্পাসকে বিরাজনীতিকরণের চক্রান্ত বন্ধ করতে হবে। প্রত্যেকটি কলেজ ও ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি গড়ে তোলতে হবে এবং ছাত্র রজনীতি নয় বরং সন্ত্রাসী ও বিরাজনীতিকরণ বন্ধ করতে হবে। প্রত্যেকটি কলেজ ও ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ ২০২৪, ১৯৯০ ও ১৯৭১ সালের পরাজিত শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই জোরদার করার জন্য জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

RSS
Follow by Email