সোমবার, জুলাই ৭, ২০২৫
Led03সদর

মন্ডলপাড়ায় নাসির শেখ হত্যায় প্রধান অভিযুক্ত আটক

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর মন্ডলপাড়ায় নাসির শেখ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. শাহ আলমকে আটক করেছে র‍্যাব-১১। রবিবার রাত সাগে ৯টায় সদর মডেল থানাধীন মন্ডলপাড়া ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তথ্যটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর উপ-পরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

অভিযুক্ত শাহ আলমকে (৩৮) নগরীর জিমখানা রেলকলোনী এলাকার আলী হোসেনের ছেলে।

জানা যায়, গত ২৫ জুন রাত আনুমানিক সাড়ে ৮টায় মন্ডলপাড়া ব্রীজ সংলগ্ন “মা” হোটেলের সামনে নাসির শেখকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত নাসির শেখ ফতুল্লা থানাধীন ফরাজিকান্দা এলাকার জনৈক রাসেলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ব্যক্তিগত বিবাদের জের ধরে অভিযুক্তরা নাসির শেখকে ধারালো চাকু ও সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা নাসির শেখকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২০, তারিখ-২৬/০৬/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তদের আটক ও আইনের আওতায় আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় পলাতক অভিযুক্ত শাহ আলমকে আটক করা হয়।

আটককৃত অভিযুক্ত শাহ আলমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, হত্যা ও হত্যা চেষ্টাসহ প্রায় সাতটি মামলা রয়েছে। আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email