মনে হচ্ছে আমরা শহীদদের রক্তকে অবজ্ঞা করা শুরু করেছি: এড. সাখাওয়াত
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন,এখানে অবস্থিত প্রত্যেকটি দল আমরা যে যার অবস্থান থেকে কাজ করে আসছি। আন্দোলনে নারায়ণগঞ্জে যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিলে সেই তুলনা ক্যাজুয়ালিটি কম হয়েছে। আন্দোলনে নারায়ণগঞ্জের মোট ৩৫ জন নিহত হয়েছে। যার মধ্যে অনেকই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন। আন্দোলনের মাত্র ৫মাস গেছে, এখনই কিন্তু আমার মনে হচ্ছে আমরা শহীদদের রক্তকে অবজ্ঞা করা শুরু করেছি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের এক সতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলাকে এ ক্যাটাগরির জেলা হিসেবে গড়ে তুলতে আমরা আপনার সর্বাত্মত সহযোগীতা করার জন্য প্রস্তুত। এইযে আন্দোলনের শেষ থেকে আজ পর্যন্ত প্রশাসন চাইলে ২/১টা মামলার তদন্ত শেষ করতে পারতো। কেননা এটা কিন্তু পরিস্কার যে নারায়ণগঞ্জে কারা এগুলোর সাথে জড়িত। বিভিন্ন গণমাধ্যমে তাদের বিভিন্ন ভিডিও কিন্তু আছে। তবে, মামলাগুলো কিন্তু সেইভাবে তদন্ত হচ্ছে না। নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যা মামলার আসামীরা অনেকে ঢাকাতে আছে আবার অনেকে নারায়ণগঞ্জেই আছে। এসকল মামলায় যারা অভিযুক্ত আছে; আমি ডিসি সাহেবকে আকেও বলেছি, তারা যাতে আপনার সাথে দেখা করতে না পারে। সেলিম ওসমানের নামে ডজনেরও বেশি মামলা আর সে ঢাকাতেই অবস্থান করছে; প্রশাসন কিন্তু চেষ্টা করলে তাকে গ্রেফতার করতে পারে। সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে ৫টি মামলা আর সে কিন্তু নারায়ণগঞ্জেই আছে। আমরা গত কয়েকদিন যাবত শুনতে পারছি, সে নাকি ভিসা সংগ্রহ করেছে, বাইরে চলে যাবে। আর এই প্রশাসনের কিছু ব্যক্তি তাকে বিদেশে যাওয়ার জন্য সহযোগীতা করছে। এটা যদি হয়, তাহলে কিন্তু এই জেলার জনগন তা মেনে নিবে না।
এসময় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মামুন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।