শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Led04রাজনীতি

মনির হোসেন কাসেমীর প্রশ্ন ‘বিএনপির কাঁধে কেন ভর করবো’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী। বিএনপির সাথে জোটগত সম্পর্ক থাকলেও তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি বিএনপির ‘কাঁধে ভর করে’ রাজনীতি করছেন না, বরং নিজ দলের অবস্থান থেকেই এই সম্পর্ক বজায় রাখবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর হাই স্কুলে কাসেমী পরিষদ কর্তৃক আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে জোটের সম্পর্ক প্রসঙ্গে মুফতি মনির হোসেন কাসেমী তার অবস্থান স্পষ্ট করে বলেন, “বিএনপির কাঁধে কেন ভর করবো? বিএনপির সঙ্গে আছি, থাকবো। একসাথে রাজনীতি করেছি, ভবিষ্যতেও একসাথে করবো।”

তিনি বলেন, “আমি কখনো বিএনপির কাঁধে রাইড দেইনি। ছোট থাকলে মায়ের বুকে উঠবে— এটা স্বাভাবিক। এখানে ভোট দেওয়ার কিছু নেই। আমি বিএনপির সঙ্গে আছি এবং থাকবো।” এই বক্তব্যের মাধ্যমে তিনি জোটে থাকলেও নিজ দলের স্বাধীন অস্তিত্বের বার্তা দেন।

ফতুল্লার উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুফতি মনির কাসেমী বলেন, “রাস্তাঘাট, জলবদ্ধতা— এগুলো তো সমস্যা আছেই। তবে ফতুল্লার সবচেয়ে বড় সমস্যা মাদক। কিন্তু মাদক দমনে কেউ কোনো কঠোর পদক্ষেপ নেয়নি।”

তিনি ফতুল্লাবাসীকে উদ্দেশ্য করে বলেন, “আমাকে যদি আপনারা সুযোগ দেন তাহলে ফতুল্লায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না।”

তিনি অঙ্গীকার করেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি পাঁচ বছরে একটি টাকাও দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেব না। আমার নির্বাচনী এলাকার কোনো সরকারি দপ্তরে দুর্নীতি চলবে না, ইনশাল্লাহ।”

মুফতি মনির কাসেমী প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানিয়েছেন— যথাসময়ে নির্বাচন হবে এবং গণভোটও অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাই।”

সৈয়দপুর বাইতুন নূর মসজিদের সভাপতি আলহাজ আফসার উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

মাওলানা আবু বক্কর বিন শিকদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন, এবং যুবদল নেতা মোশারফ হোসেন।

RSS
Follow by Email