রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
ফতুল্লা

মধ্য রাতে রেলসেতুর নিচে যুবকের লাশ, রেলওয়ে পুলিশের মামলা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় পদ্মা রেলসেতুর নিচ থেকে মিলন (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন না.গঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

নিহত যুবকের নাম মিলন (৪০)। সে চাদপুর মতলবের কালাই প্রধানের ছেলে ও ফতুল্লার পশ্চিম মাসদাইর এনায়েতনগর এলাকার বাসিন্দা।

তিনি জানান, রাত ১টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। এবং লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টরিয়া হাসপাতালে প্রেরণ করি। ধারনা করা হচ্ছে সেতু উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email