বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Led02রাজনীতি

মধ্যে রাতে না.গঞ্জে আসলেন হাসনাত আব্দুল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জৈনপুরী দরবার শরীফের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সাথে সাক্ষাত করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সিদ্ধিরগঞ্জে পাঠানটুলি এলাকার আব্বাসী মঞ্জিলে ওই সাক্ষাত করেন তিনি।

তার আসার খবরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হন। এ সময় তাদের কাছে হাসনাত আব্দুল্লাহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

ডিএইচ বাবুল গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ পাঠানটুলি যান। মূলত হাসনাত আব্দুল্লাহ পাঠানটিুলি এলাকায় আব্বাস মঞ্জিলে ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাত করতে আসেন। এ সময় আব্বাসী হুজুর আমাদের সেখানে ডেকে নিয়ে যান। আমরা সেখানে গেলে হাসনাত আব্দুল্লাহ আমাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। সারাদেশের মতো নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা অস্বাভাবিক, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এছাড়া বিভিন্ন সময় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে, মাদকের ব্যাপকতা বেড়ছে, এসব বিষয় আমরা তার কাছে তুলে ধরি। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা স্থানীয় নেতৃবৃন্দরা তার কাছে সহযোগিতার কথা বলি। তিনি যেনো সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলেন।

ডিএইচ বাবুল আরও জানান, হাসনাত আব্দুল্লাহ মূলত আব্বাসী হুজুরকে তার গ্রামের বাড়িতে একটি ওয়াজের দাওয়াত দিতে এসেছিলেন।

RSS
Follow by Email