সোমবার, মে ১৯, ২০২৫
Led03ফতুল্লা

মধ্যরাতে বাড়িছাড়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কেয়ারটেকার লাপাত্তা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী তার নিজ বাড়ির কেয়ারটেকারের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে বাবা-মায়ের ওপর অভিমান করে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গেলে এই নৃশংস ঘটনা ঘটে বলে জানা যায়।

মামলার বিবরণে জানা যায়, মেয়েটি তার বাবা-মাকে মাদ্রাসায় থেকে পড়াশোনা করার ইচ্ছার কথা জানায়। তবে, তারা রাজি না হওয়ায় শনিবার রাত আনুমানিক দেড়টায় সে রাগ করে ঘর ছাড়ে। গভীর রাতে অসহায় অবস্থায় মেয়েটি তাদেরই বাড়ির কেয়ারটেকার বাচ্চু মিয়ার (৪৮) ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। এই সুযোগে বাচ্চু মিয়া কৌশলে মেয়েটিকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং পরে তাকে বের করে দেয়। ধর্ষণের পর মেয়েটি তাদের ঘরে ফিরে এসে তার মাকে ঘটনাটি জানায়। তাৎক্ষণিকভাবে তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তাকে আরও পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে।

এই ঘৃণ্য ঘটনার পরপরই অভিযুক্ত বাচ্চু মিয়া পালিয়ে গেছে। ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

RSS
Follow by Email