বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led05বন্দর

মদনপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মোহাম্মদ ইসমাঈল নামের ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিহত হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর ওভার ব্রীজের নিচে মঙ্গলবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত বৃদ্ধ বন্দর থানার ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে। সে চা দোকান করে জীবিকা নিবাহ করতেন।

এলাকাবাসীর তথ্য সূত্রে জানাগেছে, বৃদ্ধ ইসমাঈল দীর্ঘদিন ধরে মদনপুর শোপিং কমপ্লেক্সের সামনে চায়ের দোকান বসিয়ে ব্যবসা করে আসছে। ২৯ জুলাই রাত সাড়ে ১২টায় চা দোকানি মদনপুর ওভার ব্রীজের নিজ দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email