বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
পরিবহন

মঙ্গলবারের মধ্যে ছাত্রদের অর্ধেক ভাড়া নিশ্চিৎ করতে হবে: যাত্রী অধিকার ফোরাম

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবারের মধ্যে ছাত্রদের বাসে অর্ধেক ভাড়া নিশ্চিৎ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সোমবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম‘র অহ্বায়াক রফিউর রাব্বি এই কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আন্দোলনের মুখে গত ১৬ নভেম্বর শনিবার জেলা প্রশাসন সংগঠনের তিন দফা দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতির মাধ্যমে আমরা হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেই। সোমবার থেকে ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার প্রতিশ্রুতি দিলেও আজ বন্ধন ও উৎসব পরিবহনে ছাত্রদের অর্ধেক ভাড়ার সুযোগ দেয়া হচ্ছে না। আমরা আগামীকালের মধ্যে ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকরের দাবি জানাচ্ছি। নতুবা কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করার ঘোষণা দিচ্ছি। তখন উদ্ভূত সকল পরিস্থিতির জন্য প্রশাসনই দায়ি থাকবে।

RSS
Follow by Email