ভয়ের পরিবেশ থেকে মানুষ বের হয়ে এসেছে: অধ্যাপক মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: মানুষ এখন আর ভয়ের মধ্যে নেই, প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছে এবং রাজনীতি নিয়ে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনগণের কাছে রাজনীতির ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সানারপাড় এলাকায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, “আমরা জনগণের অসুবিধা করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি না। বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অন্যান্য সেবামূলক কাজের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করছি।” তিনি আরও বলেন, “আমরা রাজনীতিকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ মানুষের সেবা করলে আমরা তাদের কাছে ভোট চাইতে পারব।”
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। টাকার অভাবে অনেকে হাসপাতালে যেতে পারে না এবং বিনা চিকিৎসায় মারা যায়। বিএনপি ক্ষমতায় গেলে এই অবস্থার পরিবর্তন আনবে বলে তিনি আশ্বাস দেন।
বিএনপির পক্ষ থেকে দেওয়া ৩১ দফা দাবির কথা উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, “আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে লন্ডনের এনএসইউ-এর আদলে দেশের প্রতিটি পরিবারকে একটি করে স্বাস্থ্যসেবা কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে মানুষ সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে। বিশেষ করে নারীদের চিকিৎসা সেবায় অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি বলেন, বিএনপি এখন থেকেই এই কার্যক্রমের অনুশীলন করছে। তার মতে, জনগণের পাশে থেকে তাদের সেবা করার মাধ্যমে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাস্থ্যসেবাসহ সকল বিষয়ে নিশ্চিত করবে।
অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন এবং জনগণের প্রতি বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন।