ভ্যাটবৃদ্ধি ও আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: শতাধিক পণ্যে শুল্ক-করারোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালু এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে, আদিবাসীদের উপর হামলাকারীদের শাস্তি ও পাঠ্যপুস্তকে বাদ দেয়া গ্রাফিতি পুনরায় সংযুক্ত করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির, বর্ধিত ফোরামের সদস্য সাইফুল ইসলাম শরীফ।
নেতৃবৃন্দ বলেন, বর্তমানে যেখানে ক্রমাগত পণ্য মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, সেখানে অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্যপণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। আইএমএফ এর পরামর্শে এই করারোপের কোন নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই। এটি শ্রমজীবী, কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের সামিল। তিনি বলেন, যেখানে আমাদের প্রবাসী শ্রমিকেরা মাসে ২ বিলিয়ন ডলার দেশে প্রেরণ করে সেখানে মাত্র দেড় বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফ এর চাপে করারোপের কোন মানে হয় না।
নেতৃবৃন্দ আরও বলেন, অন্তর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারাদেশে টিসিবির ৪৩ লাখ পারিবারিক কার্ড বাতিল করেছে। যদিও এত বেশি পরিমাণ কার্ড অনিয়ম হয়েছে বলে জনমনে বিশ্বাসযোগ্যতা আসে না। উচিত ছিল পরীক্ষা নিরীক্ষা করে এটি সিদ্ধান্ত নেওয়া। তা না করে কার্ড বাতিলই শুধু নয় উল্টো টিসিবির ট্রাক সেল কর্মসূচিও বন্ধ করে দিয়েছে। এতে যেসব নিম্ন আয়ের মানুষ কিছুটা সুবিধা পেত, তারা আরো বিপদে পতিত হয়েছে।
নেতৃবৃন্দ বাজার সংস্কার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন অন্যথায় কোন সংস্কারই কাজে আসবে না। তিনি অবিলম্বে সুষ্ঠ, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রে উত্তোরণের পথ সুগম করার দাবি জানান। একই সাথে গণঅভ্যুত্থানের চেতনা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুধু ক্ষমতার হাত বদল নয় ব্যবস্থা বদলের সংগ্রামে সামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষের জন্য সর্বজনীন রেশন চালু ও ন্যায্যমূল্যের দোকান চালু করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত জুলাই অভ্যুত্থানের একটি গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীরা শাস্তিপূর্ণ কর্মসূচি পালনকালে স্টুডেন ফর সভারেন্টি নামক সাম্প্রদায়িক সংগঠন বিনা উস্কানিতে বর্বর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়া গ্রাফিতি পুনরায় সংযুক্ত করার দাবি জানান।