বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led02জেলাজুড়েবন্দররাজনীতি

ভোট দিয়ে এমএ রশিদ ‘ভোটারদের মাঝে বেশ উদ্দীপনা দেখছি’

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরই মধ্যে ভোট দিয়েছেন বন্দর উপজেলা পরিষদের পদপ্রার্থী এমএ রশিদ। বুধবার (৮ মে) সকাল পৌনে ৯টায় ধামগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোট দেন তিনি।

ভোট দিয়ে এমএ রশিদ বলেন, ভোটারদের মধ্যে আমি উৎসাহ উদ্দীপনা দেখছি। বিভিন্ন ভোট কেন্দ্রে পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। আকাশটা একটু পরিষ্কার হলে আশা রাখছি, ভোটারদের সংখ্যা যত সময় গড়াবে তত বাড়বে। নির্বাচন নিয়ে জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল ব্যবস্থা নিয়েছেন তার প্রতি আমার আস্থা রয়েছে। আমি শতভাগ আশাবাদী যে আমি জয়লাভ করব কেননা আমাকে বন্দরবাসী অত্যন্ত ভালোবাসেন।

RSS
Follow by Email