বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

ভোট কেন্দ্রে গিয়ে নৌকার ভোট চাওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বারদীতে সকাল থেকেই শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। তবে নৌকা মার্কায় ভোট দিতে ভোটারের সাথে কেন্দ্র পর্যন্ত গিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুলের বিরুদ্ধে।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে সোনারগাঁয়ের বারদী গোয়াল পাড়া হাই স্কুল কেন্দ্র থেকে এই অভিযোগ পাওয়া যায়। অভিযোগকারী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার ও দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুম লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা কেন্দ্রের ভিতরে অবস্থান করতে দেখেছি বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। তিনি ভোটারদের নৌকায় ভোট দিতে জোর করেছে এবং বিভিন্ন ভোটারদের প্রলোভন দেখাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

RSS
Follow by Email